পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষ শেষ২= ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্মহারা গ্রামান্তের বেণুকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া, হানি” দীর্ঘ ধারা । বর্ষ হ’য়ে আসে শেষ, দিন হ’য়ে এল সমাপন, চৈত্র অবসান ; গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সববশেষ গান । ধূসর-পাংশুল মাঠ, ধেনুগণ ধায় উদ্ধমুখে, ছুটে চলে চাষী, তুরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরী যত তীর প্রান্তে আসি । পশ্চিমে বিচিছন্ন মেঘে সায়াহ্নের পিঙ্গল আভাস রাঙাইছে আঁখি,— বিদ্যুৎ-বিদীর্ণ শূন্যে বাঁকে ঝাকে উড়ে চলে যায় উৎকন্তিত পাখী । বীণাতন্ত্রে হান হান খরতর ঝঙ্কার ঝঞ্চনা, তোল উচ্চস্থর ।

  • ১৩•৫ শালে ৩০শে চৈত্র ঝড়ের দিনে রচিত ।

>:SS) 4—13