পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসলোক S. মানসকৈলাসশ্বঙ্গে নির্জনভূবনে ছিলে তুমি মহেশের মন্দিরপ্রাঙ্গণে তাহার আপন কবি,—কবি কালিদাস, নীলকণ্ঠছাতিসম স্নিগ্ধ-নাল-ভাস চিরস্থির আষাঢ়ের ঘনমেঘদলে, জ্যোতিৰ্ম্ময় সপ্তর্ষির তপোলোকতলে । আজিও মানসধামে করিছ বসতি ;— চিরদিন রবে সেথা ওহে কবিপতি, শঙ্করচরিতগানে ভরিয়া ভুবন — মাঝে হ’তে উজ্জয়িনী রাজনিকেতন, নৃপতি বিক্রমাদিত্য, নবরত্নসভা, কোথা হ’তে দেখা দিল স্বপুৰ্ণ ক্ষণ প্রভা । সে স্বপ্ন মিলায়ে গেল, সে বিপুলচ্ছবি, রহিলে মানসলোকে তুমি চিরকবি । ১৫ই শ্রাবণ, ১৩০৩ । b”の