পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্পনা গাঢ় সে তিমিরতলে চক্ষু কোথা ডুবে চলে নাহি পায় সীমা । নয়ন-পল্লবপরে স্বপ্ন জড়াইয়া ধরে থেমে যায় গান ; ক্লান্তি টানে অঙ্গ মম প্রিয়ার মিনতিসম ; এখনো আহবান ? রে মোহিনী, রে নিষ্ঠুর ওরে রক্তলোভাতুর কঠোর স্বামিনী, দিন মোর দিলু তোরে শেষে নিতে চাস হরে’ আমার যামিনী ? জগতে সবারি অাছে সংসারসীমার কাছে কোনোখানে শেষ, কেন আসে মৰ্ম্মচেছদি’ সকল সমাপ্তি ভেদি? তোমার আদেশ ? বিশ্বযোড়া অন্ধকার একেল কোথা হ’তে তারো মাঝে সকলেরি আপনার র স্থান, বিদ্যুতের মত বাজে তোমার আহবান ? দক্ষিণসমুদ্রপারে, তোমার প্রাসাদদ্বারে, হে জাগ্রত রাণী, >bペ2