পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষ শেষ মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মোরে বজের আলোতে । তা’র পরে ফেলে দাও, চূর্ণ কর, যাহা ইচ্ছা তব, ভগ্ন কর পাখা । যেখানে নিক্ষেপ কর হৃতপত্র, চু্যত পুষ্পদল, ছিন্নভিন্ন শাখা, ক্ষণিক খেলনা তব, দয়াহীন তব দস্থ্যতার লুণ্ঠনাবশেষ, সেথা মোরে ফেলে দিয়ে অনন্ত-তমিত্ৰ সেই বিস্মৃতির দেশ । নবাস্কুর ইক্ষুবনে এখনো ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামবিহীন s মেঘের অনন্ত পথে অন্ধকার হ’তে অন্ধকারে চলে গেল দিন । শান্ত ঝড়ে, ঝিল্লিরবে, ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছাসে, মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সাঙ্গ করি’ দিলু অঞ্জলিয়া নিশীথগগনে । Y 3) e (t ) > సాషా