পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুলেছিলেম কুহুম তোমার হে সংসার, হে লতা, পরতে মালা বিধল কাটা বাজল বুকে ব্যথা । হে সংসার, হে লতা ! বেলা যখন পড়ে এল আঁধার এল ছেয়ে, দেখি তখন চেয়ে তোমার গোলাপ গেছে, আছে আমার বুকের ব্যথা । হে সংসার, হে লতা ! আরো তোমার অনেক কুস্থম ফুটবে যথা-তথা, অনেক গন্ধ অনেক মধু অনেক কোমলতা । সে সংসার, হে লতা ! こし* ら