পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আঁখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো । কাজল দিতে প্রদীপখানি মিথ্যা কেন জালো ? এস হেসে সহজ বেশে আর কোরো না সাজ । গাথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা, ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ । মেঘে মগন পূর্বব গগন, বেলা নাই রে আজ । এস হেসে সহজ বেশে নাই বা হ’ল সাজ ।