পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবির বয়স ওরে কবি সন্ধ্যা হ’য়ে এল, কেশে তোমার ধরেছে যে পাক । বসে’ বসে’ উদ্ধপনে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক ? কবি কহে সন্ধ্যা হ’ল বটে, শুনচি বসে লয়ে’ শ্রান্ত দেহ এ পারে ঐ পল্লী হ’তে যদি আজো হঠাৎ ডাকে আমায় কেহ । যদি হোথায় বকুলবনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে ;– কে তাহদের মনের কথা ল’য়ে বীণার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কুলে বসে’ পরকালের ভালোমন্দই গণি । ૨ সন্ধ্যা-তারা উঠে” অস্তে গেল, চিতা নিবে এল নদীর ধারে, ミや>