পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেথা চলিয়াছ সেথা পিছে পিছে স্তবগান তব আপনি ধ্বনিছে, বাজাতে শেখেনি সে গানের স্থর এ ছোট বীণার ক্ষীণ তার ; এ নহে তোমার উপহার । কে জানিত সেই ক্ষণিক মূরতি দূরে করি দিবে বরষণ, মিলাবে চপল দরশন ? কে জানিত মোরে এত দিবে লাজ ? তোমার যোগ্য করি নাই সাজ । বাসর ঘরের দুয়ারে করালে পূজার অৰ্ঘ্য বিরচন ; একি রূপে দিলে দরশন । ক্ষমা কর তবে ক্ষমা কর মোর আয়োজনহীন পরমাদ ; ক্ষমা কর যত অপরাধ । এই ক্ষণিকের পাতার কুটীরে প্রদীপ আলোকে এস ধীরে ধীরে 8 రి స