পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাসের মধ্যে বারেক এসে অস্তে পালায় পূর্ণ ইন্দু, শাস্ত্রে শাসায় জীবন শুধু পদ্মপত্রে শিশির-বিন্দু,— তাদের পানে তাকাব না তোমায় শুধু আপন জেনেই সেটা বড়ই বর্বর্বরতা,— সময় যে নেই,—সময় যে নেই ! এস আমার শ্রাবণ-নিশি, এস আমার শরৎ-লক্ষী, এস আমার বসন্ত-দিন ল’য়ে তোমার পুষ্পপক্ষী, তুমি এস, তুমিও এস, ' তুমি এস–এবং তুমি, প্রিয়ে, তোমরা সবাই জান ধরণীর নাম মর্ত্যভূমি ! যে যায় চলে? বিরাগভরে তা’রেই শুধু আপন জেনেই বিলাপ করে কাটাই, এমন সময় যে নেই—সময় যে নেই । ఫిలిన