পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নষ্ট স্বপ্ন কালকে রাতে মেঘের গরজনে, রিমিঝিমি বাদল-বরিষণে, ভাবতেছিলাম একা একা— স্বপ্ন যদি যায়রে দেখা আসে যেন তাহার মূৰ্ত্তি ধরে’ বাদলা রাতে আধেক ঘুমঘোরে । মাঠে মাঠে বাতাস ফিরে মাতি’ । বৃথা স্বপ্নে কাটুল সারারাতি । হায়রে, সত্য কঠিন ভারী, ইচছামত গড়তে নারি ; স্বপ্ন সেও চলে আপন মতে । আমি চলি আমার শূন্ত্য পথে । কালকে ছিল এমন ঘন রাত, আকুল ধারে এমন বারিপাত, মিথ্যা যদি মধুররূপে আস্ত কাছে চুপে চুপে তাহা হ’লে কাহার হ’ত ক্ষতি ? স্বপ্ন যদি ধরত সে মুরতি ? ○>\し