পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ হিসাব সন্ধ্যা হ’য়ে এল, এবার সময় হ’ল হিসাব নেবার । যে দেবতারে গড়েছিলেম, দ্বারে যাদের পড়েছিলেম, আয়োজনটা করেছিলেম জীবন দিয়ে চরণ-সেবার, তাদের মধ্যে আজ সায়াহ্নে কেবা আছেন এবং কে নেই, কেই বা বাকি, কেই বা ফাকি, ছুটি নেব? সেইটে জেনেই । নাই বা জানলি হায়রে মূর্থ ! কি হবে তোর হিসাব সূক্ষম ! সন্ধ্যা এল, দোকান তোল, পারের নৌকা তৈরি হ’ল, যত পার ততই ভোল বিফল সুখের বিরাট দুঃখ । NDR) c