পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্মদিনের গান বেহাগ—চোতাল ভয় হ’তে তব অভয়-মাবারে নূতন জনম দাও হে। দীনতা হইতে অক্ষয় ধনে, ংশয় হ’তে সত্য-সদনে, জড়ত হইতে নবীন জীবনে নুতন জনম দা ও হে । আমার ইচ্ছা হইতে, হে প্রভু, তোমার ইচছা মাঝে, আমার স্বার্থ হইতে, হে প্রভু, তব মঙ্গল কাজে, অনেক হইতে একের ডোরে, সুখদুখ হ’তে শান্তি-ক্রোড়ে, আমা হ’তে নাথ তোমাতে মোরে নূতন জনম দাও হে। ミ>ふ