পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আন মৃদঙ্গ, মুরজ, মুরলী মধুরা, বাজাও শঙ্খ, হুলুরব কর বধূরা, এসেছে বরষা, ওগো নব অনুরাগিণী, ওগো প্রিয়সুখভাগিনী । কুঞ্জকুটীরে, অয়ি ভাবাকুললোচনা, ভূৰ্জ্জ-পাতায় নব গীত কর রচনা মেঘমল্লার রাগিণী । এসেছে বরষা, ওগো নব অমুরাগিণী । কেতকীকেশরে কেশপাশ কর সুরভি, ক্ষীণ কটিতটে গাথি’ ল’য়ে পর করবী, কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আঁকি নয়নে । তালে তালে দুটি কঙ্কণ কনকনিয়া ভবন-শির্থীরে নাচাও গণিয়া গণিয়া স্মিত-বিকশিত বয়নে 5 কদম্বরেণু বিছাইয়া ফুল-শয়নে । স্নিগ্ধসজল মেঘকজজল দিবসে বিবশ প্রহর অচল অলস আবেশে ; Ꮍ ☾