পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানরিক্ত কবি মাঝে পড়ি বলে—মনে ভেবে দেখ, দুজনেই এক তোরা, দুজনেই এক । খোপা গেলে চুল যায়,—চুলে যদি টাক থোপা তবে কোথা র’বে তব জয়ঢাক ! দানরিক্ত জলহারা মেঘখানি বরষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে । বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে’ সারাদিন ঝিকিঝিকি হাসে থেকে থেকে । কহে, ওটা লক্ষীছাড়া, চালচুলাহীন, নিজেরে নিঃশেষ করি? কোথায় বিলীন আমি দেখ চিরকাল থাকি জল-ভরা, সারবান, সুগম্ভীর, নাই নড়াচড়া । মেঘ কহে, ওরে বাপু, কোরো না গরব, তোমার পূর্ণতা সে ত আমারি গৌরব । 89ల 4–28