পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খেদ কোরো না, মালা হ’তে মুক্ত খসে গেলে । এস দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে । হের গো ঐ আঁধার হ’ল আকাশ ঢাকে মেঘে । ওপার হ’তে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে, থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে । ঐরে গ্রামের গোষ্ঠ মুখে ধেমুরা ধায় বেগে । হের গো ঐ আঁধার হ’ল আকাশ ঢাকে মেঘে । প্রদীপখানি নিবে যাবে, মিথ্যা কেন জ্বালো ? কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না কাছে ? তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো । 8 o (t