পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হতভাগ্যের গান থাকবে তুমি থাকুব আমি সমানভাবে বারো মাস । হাস্যমুখে অদৃস্টেরে করব মোরা পরিহাস । শঙ্কা তরাস লজ্জা সরম, চুকিয়ে দিলেম স্থতি-নিন্দে । ধলো, সে তোর পায়ের ধূলো, তাই মেখেচি ভক্তবৃন্দে । তাশারে কই, “ঠাকুরাণী, তোমার খেলা অনেক জানি, যাহার ভাগ্যে সকল ফাকি তা’রেও ফাকি দিতে চাস ।” হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস । মৃত্যু যেদিন বলবে “জাগো, প্রভাত হ’ল তোমার রাতি,”— নিবিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূৰ্য্য দুটাে বাতি । আমরা দোহে ঘেঁষাৰ্ঘেষি চিরদিনের প্রতিবেশী, > ○s)