পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যৌবন-বিদায় ওগো যৌবন-তরা এবার বোঝাই সাঙ্গ করে, দিলেম বিদায় করি’ । কতই খেয়া, কতই খেয়াল, কতই না দাড়-বাওয়া, তোমার পালে লেগেছিল কত দখিন হাওয়া । কত ঢেউয়ের টলমলানি, কত স্রোতের টান, পূর্ণিমাতে সাগর হতে কত পাগল বান | এপার হ’তে ওপার ছেয়ে ঘন মেঘের সারি, শ্রাবণ দিনে ভরা গাঙে দু’কুল-হারা পাড়ি। অনেক খেলা অনেক মেলা, সকলি শেষ করে? চল্লিশেরি ঘাটের থেকে— বিদায় দিলু তোরে । \$)b-q