পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্পনা সেই পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ নব পুষ্পরাজি বর্ষে বর্ষে আনিয়াছ, তাই ল’য়ে আজো পুনর্ববার সাজাইলে সাজি । তাই সেই পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্মৃত বরিতা, তাই তা’র গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত-লোকলোকান্তের কান্ত মধুরতা । তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জবন হ’তে উঠিছে উচ্ছাসি’ লক্ষ দিনযামিনীর যৌবনের বিচিত্র বেদনা, অশ্রু, গান, হাসি । যে মালা গেথেছি আজি তোমারে সঁপিতে উপহার, তারি দলে দলে নামহারা নায়িকার পুরাতন আকাঙক্ষণকাহিনী আঁকা আশ্র জলে । সযত্ন-সেচন-সিক্ত নবোম্মুক্ত এই গোলাপের রক্ত পত্রপুটে কম্পিত কুষ্ঠিত কত অগণ্য চুম্বন-ইতিহাস রহিয়াছে ফুটে । ミob"