পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জেনো তবে মুঢ়মত্ত, আর বসন্তে সেটাই সত্য, এবারো সেই প্রাচীন তত্ত্ব ফুটুল নুতন চোখের কোণে । চিত্তভূয়ার মুক্ত রেখে সাধুবুদ্ধি বহির্গত, আজকে আমি কোনো মতেই বলবনাক সত্য কথা !

  • ్న

আজ বসন্তে বকুল ফুলে যে গান বায়ু বেড়ায় বুলে, কাল সকালে যাবে ভুলে, কোথায় বাতাস, কোথায় সে ফুল ! এ সব কথা ভুলব যবে মনে রেখে আমায় তবে,— ক্ষমা কোরো আমার সে ভুল ! চিত্তহুয়ার মুক্ত রেখে সাধুবুদ্ধি বহির্গত, আজকে আমি কোনো মতেই বলবনাক সত্য কথা ! 之8@