পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরস্পর বাণী কহে, তোমারে যখন দেখি, কাজ, আপনার শূন্যতায় বড় পাই লাজ । কাজ শুনি কহে—অয়ি পরিপূর্ণ বাণী, নিজেরে তোমার কাছে দীন বলে’ জানি বলের অপেক্ষ বলী ধাইল প্রচণ্ড ঝড়, বাধাইল রণ,— কে শেষে হইল জয়ী ?—মৃদু সমীরণ কর্তব্য গ্রহণ কে লইবে মোর কার্য্য ? কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি । মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি । 8○○