পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই তার নাহি রে । ওগো আজ তোরা য{সনে, ঘরের বাহিরে । বাদলের ধারা ঝরে ঝরঝর, আউষের ক্ষেত জলে ভর-ভর, কালিমাখা মেঘে ওপারে অাধার ঘনিয়েছে, দেখ চাহি রে ! ওগো আজ তোরা যাস্নে ঘরের বাহিরে । ૨ ওই ডাকে শোন ধেনু ঘনঘন, ধবলীরে আন গোহালে । এখনি আঁধার হবে, বেলাটুকু পোহলে । দুয়ারে দাড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তা’রা ফিরিছে কি ?

  • Ꮼ8Ꮬ