পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্পনা আবার চলিনু ফিরে বহি’ ক্লান্ত নতশিরে তোমার আহবান । বল তবে কি বাজাব, ফুল দিয়ে কি সাজাব তব দ্বারে আজ, রক্ত দিয়ে কি লিখিব, প্রাণ দিয়ে কি শিখিব কি করিব কাজ ? যদি আঁখি পড়ে চুলে, শ্লথ হস্ত যদি ভুলে পূর্বব নিপুণতা, বক্ষে নাই পাই বল, চক্ষে যদি আসে জল, বেধে যায় কথা, চেয়োনাক ঘৃণাভরে, কোরোনাক অনাদরে মোরে অপমান, মনে রেখো, হে নিদয়ে, মেনেছিনু অসময়ে তোমার আহবান । সেবক অামার মত রয়েছে সহস্ৰ শত তোমার দুয়ারে, তাহারা পেয়েছে ছুটি, ঘুমায় সকলে জুটি’ পথের দু’ধারে । শুধু আমি তোরে সেবি’ বিদায় পাইনে দেবী, ডাক ক্ষণেক্ষণে ; >brb"