পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2이-2 এ কি তবে সবি সত্য হে আমার চির ভক্ত ? আমার চোখের বিজুলি-উজল আলোকে হৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে, এ কি সত্য ? আমার মধুর অধর, বধুর নব লাজসম রক্ত, হে আমার চিরভক্ত এ কি সত্য ? চির মন্দার ফুটেছে আমার মাঝে কি ? চরণে আমার বীণা-ঝঙ্কার বাজে কি ? এ কি সত্য ? নিশির শিশির ঝরে কি আমারে হেরিয়া ? প্রভাত-আলোকে পুলক আমারে ঘেরিয়া, এ কি সত্য ? > ミ○