পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুটুম্বিত বিচার কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে— ভাই বলে ডাক যদি দেব? গল টিপে । হেন কালে গগনেতে উঠিলেন চাদ,— কেরোসিন বলি উঠে—এস মোর দাদা ! উদার-চরিতানাম প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন । ধিক্ ধিক করে তা'রে কাননে সবাই— সূৰ্য্য উঠি বলে তারে—ভালো আছ ভাই ? জ্ঞানের দৃষ্টি ও প্রেমের সম্ভোগ “কালো তুমি”— শুনি জাম কহে কানে কানে,— যে আমারে দেখে সেই কালো বলি’ জানে,— কিন্তু সেইটুকু জেনে ফের কেন যাদু, যে আমারে খায় সেই জানে আমি স্বাদু। 88X