পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসময় বৃথা চেষ্টা রাখি দাও ! স্তব্ধ নীরবতা আপনি গড়িবে তুলি আপনার কথা । আজি সে রয়েছে ধ্যানে,—এ হৃদয় মম তপোভঙ্গ-ভয়ভীত তপোবনসম । এমন সময়ে হেথা বৃথা তুমি প্রিয়া বসন্তকুসুমমালা এসেছ পরিয়া ; এনেছ অঞ্চল ভরি’ যৌবনের স্মৃতি,— নিভূত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি । শুধু এ মৰ্ম্মরহীন বনপথপরি তোমারি মঞ্জীর দুটি উঠিছে গুঞ্জরি । প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে, কালিকার গান আজি আছে মৌন হ’য়ে । তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল, অকালে ফুটিতে চাহে সকল মুকুল । ২৯শে চৈত্র, ১৩৯২ ○や