পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণিজ্যে বসতে লক্ষনীঃ কোন তারকা লক্ষ্য করি’ কুল-কিনারা পরিহরি’ কোন দিকেরে বাইব তরী আকুল কালে নীরে । মরব না আর ব্যর্থ আশায় বালু মরুর তীরে । যাবই আমি যাবই, ওগো, বাণিজ্যেতে যাবই । তোমায় যদি না পাই, তবু তার কারে ত পাবই। WS) সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে । সূৰ্য্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে । দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনা, আর কিছু নাই, যদি কোথাও কুল নাহি পাই তল পাবত তৰু। ভিটার কোণে হতাশ মনে রৈব না আর কভু । ○> >