পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজভবনের গোপনে পালিত, রাজবালিকার সোহাগে লালিত, তব বুকে বসি’ শিখেছিল গীত ওগো সুন্দর চোর, পোষা শুকসারা মধুরকণ্ঠ যেন পঞ্চাশজোড় । ওগো সুন্দর চোর, তোমারি রচিত সোনার ছন্দ পিঞ্জরে তা’রা ভোর । দেখিতে পায় না কিছু চারিধারে, শুধু চিরনিশি গাহে বারেবারে তোমাদের চিরশয়নতুয়ারে ওগো সুন্দর চোর— আজি তোমাদের দুজনের চোখে অনন্ত ঘুমঘোর । >\రిe 8 |