পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাল্পনিক বেহাগ আমি কেবলি স্বপন করেছি বপন তাসে,— তাই আকাশকুহুম করিনু চয়ন হতাশে । g ছায়ার মতন মিলায় ধরণী, কুল নাহি পায় আশার তরণী, মানস-প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে । কিছু বাধা পড়িল না শুধু এ বাসনা বাধনে । কেহ নাহি দিল ধরা শুধু এ স্থদুর সাধনে । আপনার অনল-শিখায় কি করিনু খেলা, মনে বসিয়া একেলা দিন-শেষে দেখি ছাই হ’ল সব হতাশে । আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে । `\ෙව් ו 8 e כ\ל