পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হতভাগ্যের গান ছিন্ন আশার ধ্বজ তুলে ভিন্ন করব নীলাকাশ । হাস্যমুখে অদৃটেরে করব মোরা পরিহাস । হে অলক্ষনী, রুক্ষকেশী, তুমি দেবি অচঞ্চলা । তোমার রীতি সরল অতি নাহি জান ছলাকলা । জ্বাল ও পেটে অগ্নিকণা নাইক তাহে প্রতারণা, টানো যখন মরণ ফাসি বলনাক মিষ্টভাষ । হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস । ধরার যারা সেরা সেরা মানুষ তা’রা তোমার ঘরে । তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে । আমরা বরপুত্র তব, যাহাই দিবে তাহাই লব, ১৩৭