পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাজার হাজার সোনার প্রদীপ জ্বলে অচপল অনলে । মোর দীপে জেলে তাহারি আলোক পথ দিয়ে আসি হাসে কত লোক, দূরে যেতে হয় পালায়ে,— তাই ত সে শিখা ভবনশিখরে পারিনে রাখিতে জ্বালায়ে । বলিনে ত কারে, সকালে বিকালে তোমার পথের মাঝেতে, বঁশি বুকে ল’য়ে বিনা কাজে আসি বেড়াই ছদ্ম-সাজেতে । যাহা মুখে আসে গাই সেই গান, নানা রাগিণীতে দিয়ে নানা তান, এক গান রাখি গোপনে । নানা মুখপানে আঁখি মেলি চাই, তোমা পানে চাই স্বপনে । 8>° অন্তরতম