পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তপ্ত কপোল-পরশে অধীর সমীর মদিরমত্ত, হে আমার চিরভক্ত এ কি সত্য ? কালো কেশপাশে দিবস লুকায় আঁধারে, মরণ-বাধন মোর দুই ভুজে বাধারে, এ কি সত্য ? ভুবন মিলায় মোর অঞ্চলখানিতে, বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে, এ কি সত্য ? ত্রিভুবন ল’য়ে শুধু আমি আছি, আছে মোর অনুরক্ত, হে আমার চিরভক্ত এ কি সত্য ? তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া জগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া ? এ কি সত্য ? আমার বচনে নয়নে অধরে অলকে চিরজনমের বিরাম লভিলে পলকে এ কি সত্য ? > ミ8