পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিকা আমার ভাগ্যে হব আমি দ্বিতীয় এক ভস্মলোচন । অামায় হয় ত করতে হবে আমার লেখা সমালোচন । WS) বলব, এসব কি পুরাতন ! আগাগোড়া ঠেক্‌চে চুরি । মনে হচ্চে, আমিও এমন লিখতে পারি ঝুড়ি ঝুড়ি । আরো যে সব লিখব কথা ভাবতে মনে বাজচে ব্যথা, পরজন্মের নিষ্ঠুরতায় এ জন্মে হয় অনুশোচন । আমায় হয় ত করতে হবে আমার লেখা সমালোচন । 8 তোমরা, যাদের বাক্য হয় না আমার পক্ষে মুখরোচক, তোমরা যদি পুনর্জন্মে হও পুনর্ববার সমালোচক— ○o 8