পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্যের সংযম স্বপ্ন কহে—আমি মুক্ত ! নিয়মের পিছে নাহি চলি !—সত্য কহে—তাই তুমি মিছে। স্বপ্ন কয়, তুমি বদ্ধ অনন্ত শৃঙ্খলে। সত্য কয় তাই মোরে সত্য সবে বলে । সৌন্দর্য্যের সংযম নর কহে—বীর মোরা যাহা ইচছা করি । নারী কহে জিহবা কাটি’—শুনে লাজে মরি। পদে পদে বাধা তব—কহে তা’রে নর। কবি কহে—তাই নারী হয়েছে সুন্দর । মহতের দুঃখ সূৰ্য্য দুঃখ করি বলে নিন্দ শুনি স্বীয় কি করিলে হব আমি সকলের প্রিয় ? বিধি কহে, ছাড় তবে এ সেীর সমাজ, দু’চারি জনেরে ল’য়ে কর ক্ষুদ্র কাজ । 8(tbr