পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণেক দেখা চলেছিলে পাড়ার পথে কলস ল’য়ে কঁাখে, একটুখানি ফিরে কেন দেখলে ঘোমটা ফাকে ? ঐটুকু যে চাওয়া, দিল একটু হাওয়া কোথা তোমার ওপার থেকে আমার এপার পরে । অতি দূরের দেখাদেখি অতি ক্ষণেক তরে । R আমি শুধু দেখেছিলেম তোমার দুটি আঁখি । ঘোমটা-ফাদা আঁধার মাঝে ত্রস্ত দুটি পাখী । তুমি এক নিমিখে চেয়ে আমার দিকে WO86