পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবীণ ও নবীন পাকাচুল মোর চেয়ে এত মান্য পায়, কাচাচুল সেই দুঃখে করে হায় হায় । পাকাচুল বলে, মান সব লও বাছা, আমারে কেবল তুমি করে দাও কাচা । _தும்_தும் আকাজক্ষ আম্র, তোর কি হইতে ইচ্ছা যায় বল । সে কহে হইতে ইক্ষু স্তমিষ্ট সরল — ইক্ষু, তোর কি হইতে মনে আছে সাধ । সে কহে হইতে আম স্থগন্ধ সুস্বাদ । কৃতীর প্রমাদ টিকি মুণ্ডে চড়ি’ উঠি কহে ডগা নাড়ি’— হাত পা প্রত্যেক কাজে ভুল করে ভারি। হাত পা কহিল হাসি’, হে অভ্রান্ত চুল, কাজ করি, আমরা যে তাই করি ভুল। 88\S)