পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মদনভস্মের পূর্বে হাসিয়া যবে তুলিতে ধনু প্রণয়ভীরু ষোড়শী চরণে ধরি’ করিত মিনতি । পঞ্চশর গোপনে ল’য়ে কৌতুহলে উলসি’ পরখছলে খেলিত যুবতী । শ্যামল তৃণশয়নতলে ছড়ায়ে মধু-মাধুরী ঘুমাতে তুমি গভীর আলসে, ভাঙাতে ঘুম লাজুক বধ করিত কত চাতুরী নুপুর দুটি বাজাত লালসে । কাননপথে কলস ল’য়ে চলিত যবে নাগরী কুহুমশর মারিতে গোপনে, যমুনাকূলে মনের ভুলে ভাসায়ে দিয়ে গাগরী রহিত চাহি আকুল নয়নে । বাহিয়া তব কুহুমতরী সমুখে আসি হাসিতে সরমে বালা উঠিত জাগিয়া, শাসনতরে বাকায়ে ভুরু নামিয়া জলরাশিতে মারিত জল হাসিয়া রাগিয়া । তেমনি আজো উদিছে বিধু মাতিছে মধু্যামিনী মাধবীলতা মুদিছে মুকুলে । বকুলতলে বাধিছে চুল একেলা বসি’ কামিনী মলয়ানিল-শিথিল দুকুলে । У o Q: