পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনের দান মরু কহে—অধমেরে এত দাও জল, ফিরে কিছু দিব হেন কি আছে সস্বল । মেঘ কহে—কিছু নাহি চাই, মরুভূমি, আমারে দানের সুখ দান কর তুমি । কুয়াশার আক্ষেপ কুয়াশা, নিকটে থাকি, তাই হেলা মোরে, মেঘ ভায় দূরে রন থাকেন গুমরে । কবি কুয়াশারে কয়, শুধু তাই না কি ? মেঘ দেয় বৃষ্টিধারা, তুমি দাও ফাকি । গ্রহণে ও দানে কৃতাঞ্জলি কর কহে, আমার বিনয় হে নিন্দুক, কেবল নেবার বেলা নয় । নিই যবে নিই বটে অঞ্জলি জুড়িয়া, দিই যবে সেও দিই অঞ্জলি পূরিয়া । 86 X