পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিক চিত্তহুয়ার মুক্ত রেখে সাধুবুদ্ধি বহির্গত, অাজকে আমি কোনো মতেই বলবনাক সত্য কথা । ওগো সত্য বেঁটেখাটো, বীণার তন্ত্রী যতই ছাটো, কণ্ঠ আমার যতই অটো, বলবো তবু উচ্চস্তরে— আমার প্রিয়ার মুগ্ধ দৃষ্টি করচে ভুবন নুতন স্থষ্টি মুচকি হাসির সুধার বৃষ্টি চলচে আজি জগৎ জুড়ে চিত্তদুয়ায় মুক্ত রেখে সাধুবুদ্ধি বহির্গত, আজকে আমি কোনো মতেই বলবনাক সত্য কথা ! যদি বল আর বছরে এই কথাটাই এমনি করে’ বলেছিলি, কিন্তু ওরে শুনেছিলেন আরেকজনে— ఇ88