পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন যাহা যেতে চায় ছেড়ে দিই তা’রে তখুনি, বকিনে কারেও শুনিনে কাহারো বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে । যেথা-সেথা ধাই, যাহ-তাহ পাই ছাড়িনেক ভাই ছাড়িনে । তাই বলে’ কিছু তাড়াতাড়ি করে’ কাড়িনে । WS) মন-দেয়া-নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মত বেজেছি চরণে চরণে । আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্র গাথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয়-শোণিত বরণে । ○b^○