পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাজন ওগো প্রিয়তম, আমি তোমারে যে ভালবেসেছি মোরে দয়া করে কোরো মার্জনা, কোরো মার্জন । ভীরু পাখীর মতন তব পিঞ্জরে এসেছি ওগো তাই বলে দ্বার কোরো না রুদ্ধ কোরো না। মোর যাহা কিছু ছিল কিছুই পারিনি রাখিতে, মোর উতলা হৃদয় তিলেক পারিনি ঢাকিতে, সখা, তুমি রাখ ঢাক তুমি কর মোরে করুণা, ওগো আপনার গুণে অবলারে কোরো মার্জনা কোরো মার্জনা । ওগো প্রিয়তম, যদি নাহি পার ভালবাসিতে তবু ভালবাসা কোরো মার্জনা, কোরো মার্জনা । তব দুটি আঁখিকোণ ভরি দুটি কণা হাসিতে এই অসহায়াপানে চেয়ে না বন্ধু চেয়ে না। আমি সম্বরি’ বাস ফিরে যাব দ্রুতচরণে, আমি চকিত সরমে লুকাব আঁধার মরণে, আমি দু’হাতে ঢাকিব নগ্ন হৃদয়-বেদনা, ওগো প্রিয়তম, তুমি অভাগীরে কোরো মার্জনা, কোরো মার্জনা । > 0 )