পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষ শেষ জাগায়ে জাগ্ৰত চিত্তে মুনিসম উলঙ্গ নিৰ্ম্মল কঠিন সন্তোষ । সে পূর্ণ উদাত্তধ্বনি বেদগাথা সামমন্ত্রসম সরল গম্ভীর সমস্ত অন্তর হ’তে মূহুৰ্বে অখণ্ডমূৰ্ত্তি ধরি’ হউক বাহির । নাহি তাহে দুঃখ সুখ পুরাতন তাপ-পরিতাপ কম্প লজ্জা ভয়, শুধু তাত সদ্যস্নাত ঋজু শুভ্ৰ মুক্ত জীবনের জয়ধবনিময় । তে নূতন, এস তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি’ পুঞ্জ পুঞ্জ রূপে, ব্যাপ্ত করি’, লুপ্ত করি’, স্তরে স্তরে স্তবকে স্তবকে ঘন ঘোর স্তপে । কোথা হ’তে আচম্বিতে মুহূৰ্ত্তেকে দিক দিগন্তর করি” আন্তরাল স্নিগ্ধ ক্লষও ভয়ঙ্কর তোমার সঘন অন্ধকারে রহ ক্ষণকাল । তোমার ইঙ্গিত যেন ঘনগুঢ় ভ্ৰকুটির তলে বিছ্যতে প্রকাশে,— >と、ぐ