পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুরাগ ও বৈরাগ্য প্রেম কহে, হে বৈরাগ্য, তব ধৰ্ম্ম মিছে । প্রেম, তুমি মহামোহ—বৈরাগ্য কহিছে— আমি কহি ছাড় স্বার্থ, মুক্তিপথ দ্যাখ । প্রেম কহে, তাহ’লে ত তুমি আমি এক । துங்க বিরাম বিরাম কাজেরই অঙ্গ এক সাথে গাথা, নয়নের অংশ যেন নয়নের পাতা । জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, যেমন চলার অঙ্গ পা-তোলা পা-ফেলা । অপরিবর্তনীয় এক যদি আর হয় কি ঘটিবে তবে ? এখনো যা হ’য়ে থাকে, তখনো তা হবে তখন সকল দুঃখ ঘোচে যদি ভাই ? এখন যা সুখ আছে দুঃখ হবে তাই । 8 Q $