পাতা:হিন্দুধর্ম্মের নবজাগরণ - দ্বিতীয় সংস্করণ.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধৰ্ম্মের সাৰ্ব্বভৌমিকতা سفيتي ఫ్రీ ফেলেতেছে—এ সকল ছবির অর্থ কি ? সে দিন এখk (আমেরিকায়) ছেলেদের জন্য একখানি পুস্তক প্রকাশিত হয়। তাহাতে একজন পাদরি ভদ্রলোক র্তাহার কলিকাতা দর্শনের বিবরণ বর্ণন করিয়াছেন । তিনি বলেন, তিনি কলিকাতার রাস্তায় একখানি রথ কতকগুলি ধৰ্ম্মোন্মত্ত ব্যক্তির উপর দিয়া চলিয়া যাইতে দেখিয়াছেন । মেমফিস নগরে আমি একজন পাদরী ভদ্রলোককে প্রচারকালে বলিতে শুনিয়াছি, ভারতের প্রত্যেক পল্লীগ্রামে ক্ষুদ্র শিশুদের কঙ্কালপূর্ণ একটি করিয়া পুষ্করিণী আছে । হিন্দুরা খ্ৰীষ্টশিষ্যগণের কি করিয়াছেন যে প্রত্যেক খ্ৰীশ্চিয়ান বালকবালিকাকেই হিন্দুদিগকে দুষ্ট, হতভাগ৷ ও পৃথিবীর মধ্যে ভয়ানক দানব বলিয়া ডাকিতে শিক্ষা দেওয়া হয় ? বালকবালিকাদের রবিবাসরীয় বিদ্যালয়ের শিক্ষার এক অংশই এই –খ্ৰীশ্চিয়ান ব্যতীত অপর সকলকে, বিশেষতঃ হিন্দুকে ঘৃণা করিতে শিক্ষা দেওয়া, যাহাতে তাহারা শৈশবকাল হইতেই মিশনে তাহদের পয়সা চাদ দিতে শিখে। সত্যের খাতিরে না হইলেও অন্ততঃ তাহাদের সন্তান

  • :)