পাতা:হিন্দুধর্ম্মের নবজাগরণ - দ্বিতীয় সংস্করণ.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধর্মের নবজাগরণ সখীসম্প্রদায়ের ভজনই শ্রবণ করুন ; রাজপুতানার সংস্কারক দাদুর অদ্ভূত গ্রন্থাবলি বা তাহার শিষ্য রাজা সুন্দরাদাস ও তাহা হইতে ক্রমশঃ নামিয়া বিচারসাগরের বিখ্যাত রচয়িত নিশ্চলদাসের গ্রন্থই (ভারতে গত তিন শতাব্দী ধরিয়া যত গ্রন্থ লিখিত হইয়াছে, সকলের অপেক্ষ এই বিচারসাগরগ্রন্থের ভারতীয় জনসমাজে প্রভাব অধিক ) পাঠ করুন, এমন কি, আর্য্যাবর্তের ভাঙ্গীমেথরগণকে তাহাদের লালগুরুর উপদেশ বিবৃত করিতেই বলুন, তিনি দেখিবেন, এই আচাৰ্য্যগণ ও সম্প্রদায়সমূহ, সকলেই সেই ধৰ্ম্মপ্রণালীর অনুবর্তী, শ্রুতি যাহার প্রামাণ্যগ্রন্থ, গীত যাহার ভগবদ্বন্তু বিনিঃস্থত টকা, শারীরক ভাষা (১) যাহার সুপ্রণালীবদ্ধ বিবৃতি আর পরমহংস পরিব্রাজকাচাৰ্য্যগণ হইতে লালগুরুর ঘৃণিত মেথর শিষ্যগণ পর্যন্ত ভারতের সমুদয় বিভিন্ন সম্প্রদায়, যাহার বিভিন্ন বিকাশ । অতএব দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এবং আরো কতকগুলি অনতিপ্রসিদ্ধ ব্যাখ্যাযুক্ত এই প্রস্থানত্রয় (২) ( ১ ) শ্ৰীশঙ্করপ্রণীত বেদান্ত ভাষ্য। (২) উপনিষদ, গীতা ও বেদান্ত। সন্ন্যাসিগণ এই প্রস্থানত্রয় শিক্ষা করিতে বাধ্য। రి