পাতা:হিন্দুধর্ম্মের নবজাগরণ - দ্বিতীয় সংস্করণ.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধৰ্ম্মের নবজাগরণ গণের নীতির খাতিরেও খ্ৰীশ্চিয়ান মিশনারীগণের আর এরূপ ভাবের প্রশ্রয় দেওয়া উচিত নয়। বালকবালিকাগণ যে বড় হইয়া অতি নির্দয় ও নিষ্ঠর নরনারীতে পরিণত হইবে তাহাতে আর আশ্চর্য্য কি ? কোন প্রচারক যতই অনন্ত নরকের যন্ত্রণা এবং তথাকার জ্বলমান অগ্নি ও গন্ধকের বর্ণনা করিতে পারেন, গোড়াদিগের মধ্যে র্তাহার ততই অধিক প্রতিপত্তি হয় । আমার কোন বন্ধুর একটি অল্পবয়স্ক দাসীকে পুনরুত্থান সম্প্রদায়ের (১) ধৰ্ম্মপ্রচার শ্রবণের ফলস্বরূপ, বাতুলালয়ে পাঠাইতে হইয়াছিল। তাহার পক্ষে জ্বলন্ত গন্ধক ও নরকাগ্নির মাত্রাটি কিছু অতিরিক্ত হইয়াছিল। আবার মাদ্রাজ হইতে প্রকাশিত, হিন্দুধৰ্ম্মের বিরুদ্ধে লিখিত গ্রন্থগুলি দেখ। যদি কোন হিন্দু খ্ৰীষ্টধৰ্ম্মের বিরুদ্ধে এরূপ এক পংক্তি লেখেন, তাহা হইলে মিশনারীগণ স্বর্গমর্ত্য তোলপাড় করিয়া ফেলেন। স্বদেশবাসিগণ, আমি এই দেশে এক বৎসরের অধিক হইল রহিয়াছি। আমি ইহাদের সমাজের প্রায় সকল অংশই দেখিয়াছি। এখন উভয় দেশের তুলনা করিয়া তোমাদিগকে বলিতেছি যে, মিশনারীর জগতে আমা( ১ ) যে সম্প্রদায় খ্ৰীষ্টীয় ধৰ্ম্মের প্রাচীন ভাব বলিয়া অনুদার - মতসমূহের পুনঃস্থাপনে প্রয়ালী। আমেরিকার খৃষ্টীয় সম্প্রদায়বিশেষ రిe