পাতা:হিন্দুধর্ম্মের নবজাগরণ - দ্বিতীয় সংস্করণ.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

co i ހ বক্তৃতাকারে প্রদত্ত হইয়াছিল, লেখার ভাগ অপেক্ষাকৃত অল্প। বৰ্ত্তমানে তাহার চারিটি ইংরাজী রচনার বঙ্গানুবাদ ‘হিন্দুধৰ্ম্মের নবজাগরণ’ নাম দিয়া প্রকাশ করা গেল । . র্তাহার আমেরিক গমনের প্রায় এক বৎসর পরে মাদ্রাজবাসিগণ এক সুবৃহৎ সভায় সমবেত হইয় তাহার তথায় হিন্দুধৰ্ম্ম প্রচারের অদ্ভুত সাফল্যে আনন্দ প্রকাশ করিয়া এক অভিনন্দনপত্র প্রেরণ করেন। তদুত্তরে তিনি প্রাচীন ও আধুনিক শাস্ত্র ও সম্প্রদায়-সমূহের সংক্ষিপ্ত বিশ্লেষণ করিয়া হিন্দুধৰ্ম্মের যথার্থ স্বরূপ বিবৃত করিয়া, শ্রীরামকৃষ্ণ-শিষ্যগণ-প্রচারিত তত্ত্ব-সমূহের সহিত উহার সামঞ্জস্য সাধন করিয়া এবং ভারতবাসী, বিশেষতঃ বাঙ্গালী যুবকগণকে এই সনাতন ধৰ্ম্ম প্রচার জন্য । বদ্ধপরিকর হইবার নিমিত্ত ত্যাগ ব্রত গ্রহণে উৎসাহিত করিয়া যে পাণ্ডিত্য, অভিজ্ঞতা ও উদ্দীপনাপূর্ণ স্ববৃহৎ ইংরাজী পত্র প্রেরণ করেন, প্রথমটি তাহারই বঙ্গানুবাদ। দ্বিতীয়টিতে খেতড়িরাজের অভিনন্দনের উত্তরে হিন্দুধৰ্ম্মের ক্রমবিকাশের পরিচয় দিয়া ও বর্তমানকালে \ স্বামী বিবেকানন্দের পুস্তকগুলির মধ্যে অধিকাংশই