পাতা:হিন্দুধর্ম্মের নবজাগরণ - দ্বিতীয় সংস্করণ.pdf/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবন্ধু অধ্যাপক ম্যক্সমুলার ‘ব্রহ্মবাদিন সম্পাদক মহাশয়, যদিও আমাদের ‘ব্রহ্মবাদিনের পক্ষে কৰ্ম্মের আদর্শ চিরকালই থাকিবে,—‘কৰ্ম্মণোবাধিকারস্তে মা ফলেষু কদাচন কৰ্ম্মেই তোমার অধিকার, ফলে কখনই নয়, –কিন্তু কোন অকপট কৰ্ম্মীরই কৰ্ম্মক্ষেত্র হইতে অবসর গ্রহণের পূর্বে এমন একেবারে হয় না যে, লোকে তাহার কিছু না কিছু পরিচয় পায়। আমাদের কার্য্যের আরস্তু খুবই মহৎ হইয়াছে আর আমাদের বন্ধুগণ এ বিষয়ে যে দৃঢ় আন্তরিকতা দেখাইয়াছেন, তাহার শতমুখে প্রশংসা করিলেও পর্যাপ্ত বলা হইল বলিয়া বোধ হয় না। অকপট বিশ্বাস ও সৎ অভিসন্ধি নিশ্চয়ই জয় লাভ করিবে আর এই দুই অন্ত্রে সজ্জিত হইয়া অতি অল্পসংখ্যক ব্যক্তিও নিশ্চয়ই সর্বব বিস্তুকে পরাজয় করিতে সমর্থ হইবে। - কপট অলৌকিক জ্ঞানাভিমানিগণ হইতে সর্বদ দূরে থাকিবে। অলৌকিক জ্ঞান হওয়া যে অসম্ভব, তাহা নয়, তবে এই জগতে যাহার এইরূপ জ্ঞানের দাবী করে, তাহাদের মধ্যে পনের আনার কাম কাঞ্চন W28 -