পাতা:হিন্দুধর্ম্মের নবজাগরণ - দ্বিতীয় সংস্করণ.pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুধৰ্ম্মের ক্রমাভিব্যক্তি কিন্তু এই অবনতি হইবার কারণ এই যে, ঐগুলির যেরূপ স্যায়তঃ পরিণাম হওয়া উচিত ছিল, তাহা হইতে দেওয়া হয় নাই । ভারতেতিহাসের প্রত্যেক বিচারশীল পাঠকই জানেন, ভারতের সামাজিক বিধানগুলি যুগে যুগে পরিবর্তিত হইয়াছে। প্রথম হইতেই এই নিয়মগুলি কালে ধীরে ধীরে ক্রমাভিব্যঞ্জমান এক বিরাটু উদ্দেশ্যের তদানীন্তন সমাজে প্রতিফলনের চেষ্টাস্বরূপ ছিল। প্রাচীন ভারতের ঋষিগণ এত দূরদর্শী ছিলেন যে, জগৎকে র্তাহাদের জ্ঞানের মহত্ত্ব বুঝিতে এখনও অনেক শতাব্দী অপেক্ষা করিতে হইবে। আর র্তাহাদের বংশধরগণের, এই মহান উদ্দেশ্বের পূর্ণভাব ধারণার অক্ষমতাই ভারতের অবনতির একমাত্র কারণ। প্রাচীন ভারত শত শত শতাবদী ধরিয়া তাহার সর্ববপ্রধান ব্রাহ্মণ ও ক্ষত্রিয় দুই জাতির—উচ্চাভিলাষপূর্ণ। অভিসন্ধি সাধনের যুদ্ধক্ষেত্র ছিল। - একদিকে ব্রাহ্মণগণ, সাধারণ প্রজাগণের উপর ক্ষত্রিয়গণের অবৈধ সামাজিক অত্যাচার নিবারণে বদ্ধপরিকর ছিলেন—এই প্রজাগণকে ক্ষত্রিয়গণ আপনাদের ধৰ্ম্মসঙ্গত খাদ্যরূপে নির্দেশ করিতেন। অপর দিকে, - ○○