পাতা:চিঠিপত্র (প্রথম খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরবাড়ির বধূ, রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ সহোদর বীরেন্দ্রনাথ ঠাকুরের পত্নী প্রফুল্লময়ী দেবী, ‘প্রবাসী’ পত্রের বৈশাখ ১৩৩৭ সংখ্যায় প্রকাশিত “আমাদের কথা”য় সংসার-পরায়ণ গৃহবধূ মৃণালিনী দেবীর যে চিত্র অঁাকিয়াছেন তাহাও এ প্রসঙ্গে স্মরণযোগ্য : [ বলুর ] বিবাহে [ ১৮৯৫ ] খুবই ঘট হইয়াছিল।. আমার ছোটো জা মৃণালিনী দেবীও সঙ্গে যোগ দিয়া নানারকমভাবে সাহায্য করেন । তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে লইয়া নানারকম আমোদ-আহলাদ করিতে ভালোবাসিতেন । মনটি খুব সরল ছিল, সেইজন্য বাড়ির সকলেই তাকে খুব ভালোবাসিতেন । —প্রফুল্লময়ী দেবী, “আমাদের কথা”, “প্রবাসী’, বৈশাখ ১৩৩৭ মন্মথনাথ ঘোষ মৃণালিনী দেবীর অভিনয়ের যে উল্লেখ করিয়াছেন ( “কবিপত্নী”, মৃণালিনী দেবী, পৃ ১৭ ) নাট্যস্মৃতি প্রসঙ্গে ইন্দিরা দেবী -লিখিত তাহার বিবরণ এ প্রসঙ্গে সংকলনযোগ্য : ‘রাজা ও রানী’ নাটক বহুবার অভিনীত হয়েছে, তার মধ্যে প্রথম অভিনয়ের একটু বৈশিষ্ট্য আছে। ...বাড়িটি [ বিজিতলা ] জীর্ণ হলেও তার সঙ্গে আমাদের সেকালের অনেক সুখস্থতি জড়িত। তারই একতলায় চওড়া বারান্দায় স্টেজ বেঁধে প্রথম, ‘রাজা ও রানী'র অভিনয় হয় । তার পাত্রপাত্রী ছিল এইরকম— বিক্রম রবিকাকা সুমিত্রা মা [ জ্ঞানদানন্দিনী দেবী ] দেবদত্ত বাবা | সত্যেন্দ্রনাথ ঠাকুর ] নারায়ণী কাকিম। [ মৃণালিনী দেবী ] —ইন্দিরাদেবী চৌধুরানী, রবীন্দ্রস্মৃতি । » ማby