পাতা:চিঠিপত্র (প্রথম খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩০৮ শ্রাবণ ২৪ । ১৯০১ আগস্ট ৯ । ডাঃ সত্যেন্দ্রনাথ ভট্টাচার্যের সহিত দ্বিতীয় কন্যা রানী বা রেণুকার এগারো বৎসর ছয় মাস বয়সে বিবাহ । মহর্ষি বরকে যৌতুক স্বরূপ চারটি মোহর দিয়ে আশীৰ্বাদ করেন। ১৩০৮ ভাদ্র । ১৯০১ আগস্ট-সেপ্টেম্বর ৷ পঞ্চমবার শান্তিনিকেতনে আগমন। ১৩০৮ আশ্বিন-কাতিক । ১৯০১ ॥ ষষ্ঠবার শান্তিনিকেতনে আগমন ও বসবাস । ১৩০৮ চৈত্র । ১৯০২ মার্চ-এপ্রিল ॥ সপ্তম ও সর্বশেষবার শান্তিনিকেতনে আগমন ও বাস । ব্রহ্মচর্যাশ্রমের ছাত্রদের তত্ত্বাবধানের ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ । o ১৩০৯ আষাঢ় । ১৯০২ জুন-জুলাই ॥ শান্তিনিকেতনে রোগাক্রান্ত । (?) ১৩০৯ ভাদ্র ২৭ । ১৯০২ সেপ্টেম্বর ১২ ॥ চিকিৎসার জন্ত কলিকাতায় স্থানান্তরিত । ১৩০৯ অগ্রহায়ণ ৭ । ১৯০২ নবেম্বর ২৩ ॥ জোড়াসাকো মহৰ্ষিভবনে দেহাবসান । Σ 5 Σ'